ভৌত বিজ্ঞান থেকে আরো প্রশ্ন

Show Important Question


121) For the same Kinetic energy, the momentum shall be maximum for : / একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ ?
A) Electron/ ইলেকট্রন
B) Proton/ প্রোটন
C) Deuteron/ ডিউটেরন
D) Alpha particle/ আলফা কণা

122) An ice cube containing a large bubble of air is floating in water contained in a large beaker. When the ice melts completely, the level of water will : / একটি বরফের ঘনক একটি বড় বিকারের জলের মধ্যে ভাসানো আছে । বরফের ঘনকটিতে একটি বড় বায়ুর বুদবুদ আছে । যখন বরফটি সম্পূর্ণ গলে যাবে, তখন বিকারের জলের তলের কী পরিবর্তন হবে ?
A) Remain unchanged/ অপরিবর্তিত
B) Go down/ নেমে যাবে
C) Rise/ উঠে যাবে
D) First rise and then go down/ প্রথমে উঠবে তারপর নেমে যাবে

123) Water is boiling in a flask over a burner. To reduce its boiling temperature one must — / বার্নার দিয়ে ফ্লাস্কের জল ফুটানো হচ্ছে । কী করলে জলের স্ফুটনাঙ্ক কমে যাবে ?
A) Reduce the surrounding temperature/ পারিপার্শ্বিক তাপমাত্রা কমলে
B) Connect the mouth of the flask to an evacuating system/ ফ্লাস্কের মুখে বায়ু নিষ্কাশন যন্ত্রে লাগালে
C) Supply heat from a less intense source/ বার্নারের তাপ কমিয়ে দিলে
D) Connect the mouth of the flask to a compressor/ ফ্লাস্কের মুখ বায়ুর চাপ বৃদ্ধিকারী যন্ত্রে লাগালে

124) Instruments can be shielded from the effects of external magnetic fields by surrounding them with — / বাহ্যিক চৌম্বকক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয়
A) A glass shield/ কাচের আচ্ছাদন
B) A rubber shield/ রবারের আচ্ছাদন
C) A brass shield/ পেতলের আচ্ছাদন
D) An iron shield/ কাঁচা লোহার আচ্ছাদন

125) A clear piece of glass immersed in a glycerol cannot be seen separately because in comparision to the refractive index of glycerol , the refractive index of glass is : / গ্লিসারলে নিমজ্জিত একটি স্বচ্ছ কাচখন্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ গ্লিসারলের প্রতিসরাঙ্ক কাচের প্রতিসরাঙ্কের তুলনায়—
A) Greater/ বেশি
B) Lesser/ কম
C) Nearly equal/ প্রায় সমান
D) This does not depend on the refractive index/ এটি প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে না

126) Which of the following waves is used for telecommunication ? / টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় ?
A) Infra red rays/ অবলোহিত রশ্মি
B) Ultra violet rays/ অতিবেগুনী রশ্মি
C) Micro waves/ মাইক্রো তরঙ্গ
D) X-rays/ X -রশ্মি

127) The volume of a vessel containing an ideal gas is doubled and its temperature (in °K) is also doubled. The pressure of the gas / একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাও (°K) দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ —
A) Remains unchanged/ অপরিবর্তিত থাকবে
B) Is doubled/ দ্বিগুণ হবে
C) Is one-fourth of the original pressure/ এক-চতুর্থাংশ হবে
D) Is four times the original pressure/ চারগুণ হবে

128) The minimum distance between an object and its real image in a convex lens is / একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হল —
A) More than 4f/ 4f থেকে বেশি
B) Less than 4f/ 4f থেকে কম
C) Equal to 2f/ 2f -এর সমান
D) Equal to 4f/ 4f -এর সমান

129) The minimum number of artificial satellites required for communication throughout the globe is / বিশ্ব জুড়ে যোগাযোগের জন্য নুন্যতম সংখ্যক কৃত্রিম উপগ্রহ প্রয়োজন
A) 1/ একটি
B) 2/ দুটি
C) 3/ তিনটি
D) 4/ চারটি

130) A tube-well will not work if the depth of water below the ground is / মাটির তলায় জলের গভীরতা যত হলে টিউব ওয়েল কাজ করবে না তা হল
A) 20 ft./ 20 ফুট
B) 25 ft./ 25 ফুট
C) 28 ft./ 28 ফুট
D) 38 ft./ 38 ফুট

131) Electrical energy is converted into mechanical energy by a / তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
A) Thermostat/ থার্মোস্ট্যাট
B) Motor/ মোটর
C) Dynamo/ ডায়নামো
D) Rectifier/ রেকটিফায়ার

132) A piece of cotton cloth gets wet if one end of it is dipped in water in a glass. This is due to / একটি সুতির কাপড়ের এক প্রান্তে একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায় । এর কারণ
A) Gravitation/ মহাকর্ষ
B) Viscosity/ সান্দ্রতা
C) Elasticity/ স্থিতিস্থাপকতা
D) Capillarity/ কৈশিক ক্রিয়া

133) Same force is applied to two bodies A and B of masses m and 5 m respectively for the same time. Then / দুটি বস্তু A ও B -এর ভর যথাক্রমে m এবং 5m । একই সময় ধরে সমান বল এদের উপর প্রয়োগ করা হল । তাহলে
A) Velocity of A and B will be same/ A ও B -এর বেগ সমান হবে
B) Momentum of A and B will be same/ A ও B -এর ভরবেগ সমান হবে
C) Momentum of A will be greater/ A -এর ভরবেগ বেশী হবে
D) Momentum of B will be greater/ B-এর ভরবেগ বেশী হবে

134) Which of the following is not a physical change ? / নীচের কোনটি ভৌত পরিবর্তন নয়
A) Dehydrating milk to get milk powder/ দুধ শুকিয়ে গুঁড়ো দুধ তৈরী হওয়া
B) Sublimation of iodine/ আয়োডিনের ঊর্ধ্বপাতন
C) Dissolving sugar in tea/ চায়ে চিনি মেশানো
D) Burning of wax in a candle/ মোমবাতির দহন